যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলা, হামলাকারী আটক

Aug 7, 2025 - 11:28
Aug 7, 2025 - 11:31
 0  2
যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলা, হামলাকারী আটক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে সেখানে এক সেনাসদস্য নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। বাকি তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল।

২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে হামলকারী হিসেবে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।

তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, ব্যক্তিগত বন্দুক ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালায় এ সেনা। হামলা শুরু করার প্রায় সঙ্গে সঙ্গে অন্য সেনারা তাকে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের ওপর গুলি চালালেন সেটি এখনো জানা যায়নি।

এমবি/এসআর