জামিনে বেরিয়ে আবারও বিএনপি নেতাকর্মীদের পেটালেন যুবলীগ নেতা
কুমিল্লার মুরাদনগরে তিন বিএনপি কর্মীকে নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মুরাদনগরের সদর ইউনিয়ন যুবলীগ নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর নাজমুল হাসান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে তিন বিএনপি কর্মীকে নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মুরাদনগরের সদর ইউনিয়ন যুবলীগ নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর নাজমুল হাসান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মোচাঘড়া গ্রামের যুবদল কর্মী সবুর খানের ছেলে হৃদয় হাসান, শোলাপুকুরিয়া গ্রামের শ্রমিক দলের কর্মী আব্দুল জলিলের ছেলে এনামুল হক ও হোমনার আব্দুল্লাহকে তাদের কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় মুরাদনগর সদর আওয়ামী লীগ নেতা ওমর আলীর ছেলে যুবলীগ নেতা নাজমুল হাসান, রাসেল, শরীফের নেতৃত্বাধীন ক্যাডার বাহিনী।
বিএনপি কর্মীদের যুবলীগ নেতা নাজমুলের টর্চার সেলে নিয়ে দিনভর নির্যাতন করে। রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে ব্লেড দিয়ে শরীরে স্পর্শকাতর জায়গায় জখম করে এবং প্লাস দিয়ে হাত পায়ের নখ উপড়ে ফেলে। এবং জনপ্রতি ৫০ হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়। এনামুল টাকা দিবে বলে তার বন্ধুর দোকানে নিয়ে যায়। এ সময় তার রক্তাক্ত দেহ দেখে বন্ধুরা যুবলীগ নাজমুল গংদের ধাওয়া দেয়। এনামুলের তথ্য মতে, আহত বাকি দুজনকে নাজমুলের টর্চার সেল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করে ডাক্তাররা।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন বলেন, পুলিশ বিএনপি নিধনে ব্যস্ত আর সন্ত্রাসীরা মুরাদনগরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসী নাজমুল ও তার বাহিনীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এমবি/টিআই