সাভারে রাস্তার পাশের জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে আবু হানিফ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে আবু হানিফ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের জঙ্গলে নিহতের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের মৃত হারুন শেখের ছেলে। তিনি রাজধানীর রায়েরবাজার গদিঘর এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, শনিবার রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার ভাড়া বাসা থেকে আবু হানিফ নামের ওই ব্যক্তি দুপুরে বের হয়ে আর বাসায় ফেরেননি। আজ রবিবার সকালে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় গাছের নিচে জঙ্গলের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. আ. ওয়াহাব বলেন, ‘মৃতের মরদহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃওরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে গেছে।’
এমবি/টিআই