সীতাকুণ্ডে মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

Jul 21, 2025 - 12:15
 0  3
সীতাকুণ্ডে মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভারী কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে সলিমপুরের সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে মহাসড়কের ওপর লাশটি পড়ে ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে শরীর থেঁতলানো। মুখেও আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে পাঁচটার দিকে কোনো যানবাহনের চাকায় তিনি পিষ্ট হয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমবি\ টিআই