সাংবাদিক হতে চেয়েছিলেন জ্যাকলিন

‘আলাদিন’ সিনেমা দিয়ে ২০০৯ সালে বলিউডে যাত্রা শুরু জ্যাকলিন ফার্নান্দেজের। এরপর ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি, ‘মার্ডার ২’, ‘কিক’, ‘জুড়ুয়া ২’সহ ৪০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। যদিও অভিনেত্রী হতে চাননি তিনি, চেয়েছিলেন সাংবাদিক হবেন।

Aug 11, 2025 - 19:02
 0  2
সাংবাদিক হতে চেয়েছিলেন জ্যাকলিন
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ‘আলাদিন’ সিনেমা দিয়ে ২০০৯ সালে বলিউডে যাত্রা শুরু জ্যাকলিন ফার্নান্দেজের। এরপর ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি, ‘মার্ডার ২’, ‘কিক’, ‘জুড়ুয়া ২’সহ ৪০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। যদিও অভিনেত্রী হতে চাননি তিনি, চেয়েছিলেন সাংবাদিক হবেন।

সে পথে পা রাখলেও ২০০২ সালে মুক্তি পাওয়া এক সিনেমা বদলে দিয়েছিল জ্যাকলিনের পথচলা।

সাংবাদিক হতে চেয়েছিলেন জ্যাকলিন

সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’-এ শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের চোখধাঁধানো উপস্থিতি, অভিনয় আর পরিচালকের সৃজনশীলতা এক অনবদ্য ছাপ ফেলেছিল জ্যাকলিনের মনে। এরপর স্বপ্ন দেখতে শুরু করেন বি টাউনে নাম লেখানোর। 

ডেভিড ধাওয়ান, রোহিত শেঠি, মোহিত সুরি, সাজিদ খানের মতো পরিচালকের সঙ্গে কাজ করলেও সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে জ্যাকলিনের। আজ ১১ আগস্ট তার জন্মদিন।

এবার যেন জানালেন তার অধরা থেকে যাওয়া সেসব অতৃপ্তির কথাই।

जॅकलिनचा स्टनिंग लूक

এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেছেন, “আমি দুচোখ ভরে সঞ্জয় লীলা বানসালির কাজ দেখেছিলাম, আর মনে মনে বলেছিলাম, এটাও কি সম্ভব! তার ছবির দুনিয়া ছিল স্বপ্নের মতো সুন্দর। সত্যি বলতে, আমি সব সময় তার সঙ্গে কাজ করতে চেয়েছি। ‘দেবদাস’ আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল।

শাহরুখ খানের ‘দেবদাস’, মাধুরীর ‘চন্দ্রমুখী’ আর ঐশ্বরিয়ার ‘পার্বতী’ চরিত্র আজও দর্শকের মনে রয়ে গেছে। যেমনটি রয়ে গেছে জ্যাকলিনের মনেও। নায়িকার জীবনে ছবিটি ছিল এক বিপ্লবী মাইলফলক, যেখান থেকে শুরু হয় বলিউডের প্রতি তার আকর্ষণ ও স্বপ্নের যাত্রা।

Jacqueline Fernandez is a beauty in red at Cannes: See her looks

অনেকের মতে, জ্যাকলিনের জন্ম শ্রীলঙ্কায়। বাস্তবে তা নয়, ১৯৮৫ সালের ১১ আগস্ট বাহরাইনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী।

শ্রীলঙ্কান সুরকার এলরয় ফার্নান্দেজ ও মালয়েশিয়ান বংশোদ্ভূত সাবেক বিমানসেবা কর্মকর্তা কিমের কন্যা। শৈশব কাটে বহুভাষিক পরিবেশে—সিংহলি, আরবি, ফারসি, হিন্দি, ইংরেজি ভাষায় সাবলীল হয়ে ওঠেন তিনি।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে লেখাপড়া শেষ করে শ্রীলঙ্কায় ফিরে কাজ করেন টেলিভিশন সাংবাদিক হিসেবে। কিন্তু ২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ হিসেবে খেতাবও জেতেন।

বলিউডের পর্দার বাইরে তিনি ব্যবসায়েও সফল। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে তার ব্যক্তিগত একটি দ্বীপ রয়েছে, যা সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারার দ্বীপের কাছাকাছি। পাশাপাশি মালিকানা আছে একটি রেস্তোরাঁরও। ব্যক্তিগত জীবনে বাহরাইনের যুবরাজ বিন রশিদ অল খালিফার সঙ্গে সম্পর্ক ছিল বলে সংবাদে এসেছে, যদিও তা স্থায়ী হয়নি। ‘বলিউড ভাইজান’ সালমানের সঙ্গেও সম্পর্কের কথা শোনা গেছে।

এমবি এইচআর