মিরসরাইয়ে দুর্বৃত্তদের গুলিতে সাবেক যুবলীগ নেতা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবলীগের সাবেক এক নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে এ ঘটনা ঘটে।

Jul 27, 2025 - 11:49
 0  2
মিরসরাইয়ে দুর্বৃত্তদের গুলিতে সাবেক যুবলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবলীগের সাবেক এক নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই নেতার নাম অনির্বাণ চৌধুরী (৫০)। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক পদে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে।
ঘটনার বর্ণনা দিয়ে অনির্বাণ চৌধুরীর চাচাতো ভাই সঞ্জয় চৌধুরী বলেন, তাঁর ভাই উপজেলার মস্তান নগর বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা শেষে অমল পাল নামের এক প্রতিবেশীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত পরপর তিনটি গুলি করেন। এর দুটি গুলি অনির্বাণ চৌধুরীর গায়ে লাগে ও আরেকটি গুলি অমল পালের ডান হাতের কনুই ছুঁয়ে যায়।
সঞ্জয় চৌধুরী বলেন, অনির্বাণ গুলিবিদ্ধ হওয়ার পর হইচই হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ রোববার দুপরে সেখানে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস  বলেন, অনির্বাণের পিঠে ও কোমরে দুটি গুলি লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শোনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা, কী উদ্দেশ্যে তাঁকে গুলি করেছে, সেটি জানতে তদন্ত হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এমবি/ টিআই