অস্তিত্ব সংকটে এনসিপি, টিকে থাকতে হামাগুড়ি : মোস্তফা ফিরোজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে এবং দলটির টিকে থাকতে হলে দুই বড় রাজনৈতিক দলের যেকোনো একটির সঙ্গে জোটবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে এবং দলটির টিকে থাকতে হলে দুই বড় রাজনৈতিক দলের যেকোনো একটির সঙ্গে জোটবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
রবিবার (১২ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলোচনায় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক মহলে ঐকমত্য তৈরি হলেও পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে। বিএনপি ও জামায়াত উভয়েই জোট গঠনের চেষ্টা করছে, কিন্তু এনসিপি এখন এক মহাবিপাকে পড়েছে— তারা না যেতে পারছে বিএনপিতে, না যেতে পারছে জামায়াতে।
মোস্তফা ফিরোজ বলেন, এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট গড়ে, তাহলে তাদের মধ্যপন্থী চরিত্র কিছুটা বজায় থাকবে। তবে ধানের শীষ প্রতীকের একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে টিকে থাকা কঠিন হবে। আবার নির্বাচন কমিশনও স্পষ্ট জানিয়েছে, প্রার্থীকে দলীয় প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ফলে এনসিপির পক্ষে আসন জেতা আরও কঠিন হয়ে দাঁড়াবে।
অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট করলে এনসিপির ওপর ধর্মীয় ট্যাগ লাগবে, যা তারা এড়িয়ে যেতে চায় বলে জানান তিনি। এই কারণে দলটির ভেতরেই বিভক্তি তৈরি হয়েছে— একাংশ জামায়াতের দিকে, অন্য অংশ বিএনপির দিকে এবং আরেক অংশ তৃতীয় কোনো জোটের খোঁজে রয়েছে।
তিনি আরও বলেন, এনসিপির নেতাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ উপদেষ্টাদের প্রতিশ্রুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, কেউ আবার ‘সেফ এক্সিট’ খুঁজছেন ও অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।
মোস্তফা ফিরোজ বলেন, “অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দলটি যদি নিজের শক্তিতে দাঁড়াতে পারত, তাহলে অন্য দলগুলো তাদের দলে ভিড়াতে চাইত। কিন্তু এখন এনসিপি ছুটছে, তাদের পেছনে কেউ ছুটছে না। এক বছরও পেরোয়নি, অথচ দলটির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।”
তিনি মনে করেন, সব মিলিয়ে এনসিপি এখন কঠিন বাস্তবতায় দোদুল্যমান অবস্থায় রয়েছে— না পারছে বিএনপিতে যেতে, না পারছে জামায়াতে, আর তৃতীয় জোটের ভবিষ্যতও অনিশ্চিত।
এমবি এইচআর