‘সেফ এক্সিট’ আলোচনায় উপদেষ্টা শারমিন মুর্শিদ: টেন্ডার ছাড়াই সেনাবাহিনীকে ৫৬২ কোটি টাকার কাজ বরাদ্দ!
বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা (এসকেএস) টেন্ডার ছাড়াই ৫৬২ কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প পেয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাংবাদিক ড. কনক সরওয়ার।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা (এসকেএস) টেন্ডার ছাড়াই ৫৬২ কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প পেয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাংবাদিক ড. কনক সরওয়ার।
শনিবার (১১ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করতে এই প্রকল্পটি সরাসরি বরাদ্দ দেওয়া হয়েছে।
ড. কনক সরওয়ারের পোস্ট অনুযায়ী, “সেনা কল্যাণ সংস্থা ২৭ মে ২০২৫ তারিখে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদকে চিঠি দিয়ে অনুরোধ করে, কোনো টেন্ডার ছাড়াই Direct Procurement Method (DPM) এর মাধ্যমে ৫৬২ কোটি টাকার উন্নয়ন কাজ তাদের দেওয়ার জন্য। ঠিক দুই মাস পর, ২৭ জুলাই মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদন দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “শিশু উন্নয়ন কেন্দ্র— কিশোরগঞ্জ, জয়পুরহাট ও চট্টগ্রাম স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় বাস্তবায়নের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
ড. কনক সরওয়ার তার পোস্টের শেষে লেখেন, “কিয়েক্টাবস্থা! শারমিন মুর্শিদের সেফ এক্সিট কনফার্ম!”
এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারি ক্রয়নীতির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে মন্ত্রণালয় বা সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ড. কনক সরওয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ
এমবি/এসআর