দেশের সরকারগুলোর বড় দুর্বলতা হচ্ছে দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়া : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের সরকারগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো— তারা খুব দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে যায়।

Oct 14, 2025 - 11:12
 0  2
দেশের সরকারগুলোর বড় দুর্বলতা হচ্ছে দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়া : মাসুদ কামাল
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের সরকারগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো— তারা খুব দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)–এর প্রতিবেদনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাসুদ কামাল বলেন, “যারা সরকারে থাকে, তারা মনে করে— তারা যেভাবে দেখছে, সেটাই প্রকৃত দেখা; অন্যকিছু দেখা না। তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় যে, তারা বিশ্বাস করতে শুরু করে— তাদের চিন্তাই জনগণের চিন্তা। আমাদের দেশের সরকারগুলোর সবচেয়ে বড় দুর্বলতা এখানেই— তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত।”

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রেসসচিব শফিকুল আলম বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায়, বাস্তবতা তার চেয়ে ভালো। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদনের বড় সমস্যা হলো— তা অধিকাংশ সময় পত্রিকার রিপোর্টের ওপর নির্ভর করে তৈরি হয়, যার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এই মন্তব্যের জবাবে মাসুদ কামাল বলেন, “আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদ বা ওবায়দুল কাদেরের কথার প্রতিধ্বনি। উনি (প্রেসসচিব) বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানের প্রতিবেদন দেওয়া উচিত— আল্লাহর কী রহমত, পরের দিনই হিউম্যান রাইটস ওয়াচ সেই প্রতিবেদন দিয়েছে।”

তিনি আরও বলেন, “ওই প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। এই আইন রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হয়ে উঠছে। আইনটির পরিবর্তে অন্তর্বর্তী সরকারের উচিত নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া।”

শেষে মাসুদ কামাল বলেন, “শফিকুল আলম তো একসময় সাংবাদিক ছিলেন, মানুষের সঙ্গে মিশতেন। অথচ এই দেড় বছরের ক্ষমতায় এত দ্রুত কীভাবে বিচ্ছিন্ন হয়ে গেলেন?”

এমবি এইচআর