বিয়ে করলেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার তনি
বহুল আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ বহুল আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি।
রবিবার দিবাগত রাতে সিদ্দিক নিজের ফেসবুকে স্ত্রীসহ একটি ছবি পোস্ট করে লেখেন, জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যদিকে তনি তাঁর পোস্টে লিখেছেন, এক দিনের উদ্যাপনে ভালোবাসার মানুষকে জানানো যায় না, তোমার মতো বিশেষ একজনের জন্মদিনের আনন্দ সারাবছরই প্রাপ্য।
গত বছরের অক্টোবরে তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই সময় বয়সের ব্যবধান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার কারণে ব্যাপক আলোচনার মুখে পড়েছিলেন তনি।
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে শাহাদাৎকে বিয়ে করেছিলেন তিনি। পরিবার প্রথমে সম্পর্কটি মেনে না নিলেও পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়। তনির নতুন এই বিবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার জন্ম দিয়েছে।
এমবি এইচআর