রাজধানীতে মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

বিমানবন্দর কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। 

Aug 6, 2025 - 18:09
 0  2
রাজধানীতে মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বিমানবন্দর কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। 

নিহত নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। অজ্ঞাতনামা ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে বেগুনি রঙের বোরকা ছিল। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী রফিকুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল ৮টার দিকে কাওলা এলিভেটেড এক্সপ্রেসের নিচের সড়কে বাসের ধাক্কায় ভাড়াকৃত মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন অজ্ঞাতনামা ওই নারী। মোটরসাইকেলের চালক সামান্য আহত হলেও সেখান থেকে চলে যান।’

তিনি বলেন, ‘এ সময় আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।’

এমবি এইচআর