মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বৃদ্ধ বাবা
মদ পান করে মাতাল হয়ে নিজের বাবা-মা ও পরিবারের সদস্যদের অতিষ্ঠ করে তুলেছিলেন মোহাম্মদ রুবেল (৩৫)।

নিজস্ব প্রতিনিধি: মদ পান করে মাতাল হয়ে নিজের বাবা-মা ও পরিবারের সদস্যদের অতিষ্ঠ করে তুলেছিলেন মোহাম্মদ রুবেল (৩৫)। মাতাল অবস্থায় শারীরিক নির্যাতন করতেন পরিবারের সদস্যদের। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ লিটার দেশীয় চোলাই মদসহ নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবা শফিক আহমদ।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোছনারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নিজ বাড়িতে চোলাই মদ নিয়ে আসেন রুবেল। তারপর মদপান করে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া শুরু করেন। প্রতিবেশিদের অভদ্র ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তার বাবা শফিক আহমদ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশে খবর দেয়। ৪ লিটার দেশীয় চোলাই মদসহ পুলিশের হাতে ছেলেকে ধরিয়ে দেন বাবা।
মাদকাসক্ত ছেলের বাবা শফিক আহম্মদ বলেন, দীর্ঘদিন ধরে আমার ছেলে রুবেল মদ পান করছে। এ বিষয়ে তাকে বার বার নিষেধ করি। তারপরও শোনেনি।
মাদকাসক্ত রুবেলের মা জয়নাব বেগম বলেন, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। মান সম্মান নষ্ট করেছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, এটি একটি সমাজে দৃষ্টান্ত হলো। মাদকাসক্ত ছেলেকে বাবা পুলিশের হাতে তুলে দিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমবি/টিআই