দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে : আমীর খসরু

বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Oct 11, 2025 - 17:20
 0  2
দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে : আমীর খসরু
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে প্রথমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “যেসব রাজনৈতিক দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে, তাদের সঙ্গে সব বিষয়ে কমিশনের একমত হওয়া সম্ভব নয়। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে। জনগণই ঠিক করবে, কোন পদ্ধতি গ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যতটুকু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটি কার্যকর হবে, আর কোনটি হবে না, তা জনগণই নির্ধারণ করবে।”

বিএনপির এই নেতা বলেন, “যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু দল মিলে সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য নয়। সনদেরও জনগণের ম্যান্ডেট থাকা জরুরি।”

সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, “এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সংসদকে সক্রিয় করা। সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব নিয়েই এগিয়ে যেতে হবে।”

গণতন্ত্রে একক দলীয় শাসনের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।”

এমবি এইচআর