শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ : সাইফুল হক

Oct 12, 2025 - 17:58
 0  2
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক: যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলে মনে করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরামের আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ‘জনতা তার ন্যায্য দাবিতে রাজপথে নামবেই। কিন্তু তা দমনে পুলিশ লেলিয়ে দিয়ে অত্যাচার জালিমের পরিচয় খুবই ভয়ংকর।

এভাবে চলতে থাকলে মেনে নেওয়া হবে না।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের প্রান্তিকপর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিসিএস নির্দিষ্টদের বাইরেও লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ চিকিৎসকদের নিয়োগ দেওয়ার দাবির পক্ষে সংহতি প্রকাশ করি 

এমবি/এসআর