আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়: পিয়া জান্নাতুল

নিজস্ব প্রতিবেদক: মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল শোবিজ অঙ্গনের বেশ জনপ্রিয় মুখ। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে বর্তমানে সময়ের ভিউ ব্যবসা ও নৈতিকতাহীন উপস্থাপনার বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি। যা বেশ ভাইরাল হয়েছে।
ভিডিও ক্লিপটি শেয়ার করে পিয়া জানান, আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না। পিয়া জান্নাতুল লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।
একটি নৈতিক ও সুন্দর অনুষ্ঠান উপহারে দেওয়ার পেছনে উপস্থাপকদেরও দায়িত্ব রয়েছে জানিয়ে পিয়া বলেন, ‘আর প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০% দায়িত্ব যে আপনি কী প্রশ্ন করছেন।
সবশেষে পিয়া লিখেছেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।’
জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন।