স্বামীর নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির হলেন স্বামী!

মেঘনাবার্তা প্রতিনিধিঃ ছয় বছর ধরে মিলি কেবল একটাই স্বপ্ন দেখেছেন—স্বামী জাহিদের ফিরে আসা। প্রবাসে নিখোঁজ হয়ে যাওয়া জাহিদ যেন সময়ের অন্ধকারে হারিয়ে গেছে, পরিবারের সবাই মনে করেছে তিনি আর নেই। তবে মিলির হৃদয় মানতে পারেনি। প্রতিটি ভোর ও রাত মিলি এখনও শুনতে চেয়েছেন জাহিদের পদধ্বনি। এই দীর্ঘ সময়ের একমাত্র ভরসা তাঁর মেয়ে টিয়া।
টিয়ার জন্মের আগে জাহিদ নিখোঁজ হয়ে যাওয়ায় মেয়েটি জানে না তার বাবার কথা। ছোট চাচা শুভই তাকে বাবা বলে বড় করছেন। তবে মিলির বাবা চাইছিলেন, মিলি নতুন জীবন শুরু করুক। তর্ক-বিতর্কের পর জাহিদের মা এমন একটি প্রস্তাব দেন, যা সবাইকে স্তব্ধ করে দেয়—মিলির বিয়ে হোক শুভর সঙ্গে।
শুভ এবং মিলি প্রথমে কেবল সামাজিক বাধ্যবাধকতার জন্য বিয়েতে রাজি হন। শুভ কখনও ভাবেননি যে তিনি বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে সংসার করবেন, আর মিলিও শুভকে সবসময় ছোট ভাইয়ের মতোই দেখেছেন। কিন্তু ভাগ্য আবার খেলায় নামল।
বিয়ের মাত্র দুই দিন পর ফিরে আসে জাহিদ! ছয় বছর পর পরিবারের দরজায় দাঁড়ানো জাহিদকে দেখে সবাই নির্বাক। জাহিদের মা অপরাধবোধে কাঁপতে থাকেন, শুভ লজ্জায় চোখ তুলতে পারেন না, আর মিলি শুধু কাঁদতে থাকেন। চোখের জলেই ধুয়ে যায় ছয় বছরের সব অপেক্ষা ও প্রার্থনা।
এই আবেগঘন গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’, রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। অভিনয়ে আছেন অ্যালেন শুভ্র, মুনতাহা, নাদিয়া আহমেদ, মুকিত জাকারিয়া, মীম চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, ফারুক আহমেদ ও শারমিন শর্মী।
নাটকটি আজ থেকে প্রচার শুরু হচ্ছে আরটিভি-তে, প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে।
এমবি/এসআর