আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই হবে মূল ফ্যাক্টর—এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি মনে করেন, দলটি নির্বাচনে অংশ নিক বা না নিক, পুরো নির্বাচনী প্রক্রিয়া আওয়ামী লীগের অবস্থান ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Oct 12, 2025 - 13:35
 0  3
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ : মাসুদ কামাল
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই হবে মূল ফ্যাক্টর—এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি মনে করেন, দলটি নির্বাচনে অংশ নিক বা না নিক, পুরো নির্বাচনী প্রক্রিয়া আওয়ামী লীগের অবস্থান ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

গতকাল নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী ভিডিওতে মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচনের চরিত্র ও প্রতিদ্বন্দ্বিতা নির্ধারণে দলটির ভূমিকা থাকবে মুখ্য। তাঁর মতে, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো বাস্তবতা নেই, কারণ বর্তমান প্রেক্ষাপটে জামায়াত প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার মতো অবস্থায় নেই।

বিশ্লেষণে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যদি নির্বাচনের বাইরে থাকে, তবুও ভোটের উপস্থিতি ও নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে আওয়ামী লীগের সিদ্ধান্তের ওপর। আওয়ামী লীগ যদি ভোটে অংশ না নেওয়ার আহ্বান জানায়, তাহলে ভোটের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশ নিয়ে বিশেষ কোনো দলকে বিজয়ী করানোর সক্ষমতাও রাখে। কারণ দলটির একটি বৃহৎ ভোটব্যাংক রয়েছে, যার উপস্থিতি বা অনুপস্থিতিই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মাসুদ কামালের অভিমত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ এখনো একটি নির্ধারক শক্তি, এবং দেশের বৃহৎ জনগোষ্ঠীর একটি অংশ দলটির প্রতি অনুগত। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা ও সিদ্ধান্তই নির্ধারণ করবে নির্বাচনের সামগ্রিক চিত্র।

এমবি এইচআর