ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো প্রকার সংশয় নেই: প্রেস সচিব

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন নিয়ে যে সন্দেহ বা সংশয় ছিল, তা এখন পুরোপুরি কেটে গেছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে, এবং সবাই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী।”

Oct 10, 2025 - 19:59
 0  2
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো প্রকার সংশয় নেই: প্রেস সচিব
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন নিয়ে যে সন্দেহ বা সংশয় ছিল, তা এখন পুরোপুরি কেটে গেছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে, এবং সবাই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়কে নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রেসসচিব বলেন, “অনেক বছর পর আমরা একটা বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ভুয়া নির্বাচন দেখেছি। এবার সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার টাঙানো হচ্ছে। রাজনৈতিক দলগুলো দুই–তিন সপ্তাহের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করলে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”

এ সময় তিনি জানান, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই। সবকিছুই ইতিবাচক ধারায় এগোচ্ছে।

সভায় শফিকুল আলম আরও বলেন, ইসরায়েল থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহিদুল আলমকে দেশে ফিরিয়ে আনতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এজন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমবি এইচআর