ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ইউক্রেনে নতুন করে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার হামলা থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেনকে এই অস্ত্র পাঠানো হবে বলেও জানান তিনি।

Jul 8, 2025 - 15:12
Jul 8, 2025 - 15:16
 0  3
ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদকঃ ইউক্রেনে নতুন করে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার হামলা থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেনকে এই অস্ত্র পাঠানো হবে বলেও জানান তিনি।

সম্প্রতি রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের ওপর হামলা করছে বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংস্থাটি জানায়, রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেন যেন আত্মরক্ষা করতে পারে, সে জন্য দেশটিকে আরও অস্ত্র সহায়তা পাঠানো হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এসব হবে মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র

হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ শুরুর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। আমাদের এটা করতেই হবে। ইউক্রেনকে আত্মরক্ষার সুযোগ দিতে হবে। ওরা (রাশিয়া) এখন প্রচণ্ডভাবে ইউক্রেনকে আঘাত করছে।”

উল্লেখ্য যে, এর আগে মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি উত্তপ্ত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার পরে সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করে দেন। তবে এক সপ্তাহের মধ্যে তিনি পুনরায় সহায়তা চালু করেন।

 

এমবি/এসআর