আবু ত্বহা আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ; স্ত্রীর ফেসবুক পোস্ট

Oct 11, 2025 - 16:03
Oct 11, 2025 - 16:12
 0  2
আবু ত্বহা আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ; স্ত্রীর ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান আবারও আলোচনায়। এবার কারণ, তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন।

সাবিকুন নাহার তার পোস্টে দাবি করেন, আবু ত্বহা তার পুরনো বান্ধবী, যিনি বর্তমানে একজন বিমানবালা, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। পোস্টে তিনি লিখেছিলেন, আমার স্বামী একজন ধর্মীয় বক্তা, অথচ তার ব্যক্তিগত জীবন অন্ধকারে ঢাকা।

তবে কিছুক্ষণ পরেই সেই পোস্টটি তার ফেসবুক পেজ থেকে মুছে ফেলা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন আবু ত্বহা আদনান। সেখানে তিনি লেখেন, আজ ভোরে আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি বাসা থেকে চুরি হয়ে গেছে। কেউ যদি আমার নাম বা নম্বর ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা বা পোস্ট দেয়, দয়া করে তাতে বিশ্বাস করবেন না।

তিনি আরও বলেন, আমি ইসলামের দাওয়াত নিয়ে কাজ করি। কেউ চাইলে আমাকে কল বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন, তবে মিথ্যা প্রচারণায় কান না দেওয়ার অনুরোধ করছি।

ঘটনার কয়েক ঘণ্টা পরই স্ত্রী সাবিকুন নাহার সারাহ আরেকটি পোস্ট দিয়ে পূর্বের অভিযোগ প্রত্যাহার ও ক্ষমা চান। তিনি লিখেছেন, আমাকে বিভ্রান্ত করা হয়েছিল। যেসব অভিযোগ করেছি, সেগুলোর কোনো সত্যতা নেই। আমি আমার স্বামী ও আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী।

এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, বিষয়টি পারিবারিক ভুল বোঝাবুঝি, আবার কেউ দাবি করছেন, পোস্টটি তার আইডি হ্যাক করে দেওয়া হয়েছিল।

রংপুরের এই জনপ্রিয় বক্তা এর আগেও আলোচনায় এসেছিলেন ২০২৩ সালে, যখন তিনি রহস্যজনকভাবে কয়েকদিন নিখোঁজ ছিলেন এবং পরে ফিরে এসে দাবি করেন, আমাকে গুম করা হয়েছিল।

বর্তমানে ঘটনাটি ঘিরে নেটিজেনদের প্রশ্ন, আসলে কী ঘটেছিল আবু ত্বহা ও তার স্ত্রীর মধ্যে?

এমবি/এসআর