দুদকের মামলায় খালাস হানিফ পরিবহনের মালিক

সোমবার (৭ জুলাই) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম তাকে অব্যাহতি প্রদান করেন। সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে হানিফ পরিবহনের মালিক মো. হানিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছিলো বলে জানা যায়।

Jul 7, 2025 - 17:11
 0  2
দুদকের মামলায় খালাস হানিফ পরিবহনের মালিক

নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (৭ জুলাই) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম তাকে অব্যাহতি প্রদান করেন। সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে হানিফ পরিবহনের মালিক মো. হানিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছিলো বলে জানা যায়।

এসময় অভিযুক্ত হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অব্যাহতি পাওয়ার পর তার আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট হয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট প্রায় ৪ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে না পারায় ২০২০ সালের ২৯ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

৯ ডিসেম্বর সেই নোটিশ হাতে পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০২১ সালের ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য যে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায়ও হানিফ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। তবে পরবর্তীতে উচ্চ আদালত সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

এমবি/এসআর