নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা
পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, পরপর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে পৌর শহরের লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় তুহিন হাওলাদার (২৫) এর মরদেহ। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ও কালাম হাওলাদারের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার পর থেকে তুহিন নিখোঁজ ছিলেন। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।
এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় অটোচালক রেজাউল (২৮) এর মরদেহ। তিনি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। পরিবার জানায়, গত সোমবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। ওই রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করে পুলিশ। একদিন পর নদী থেকে মিলল তার মরদেহ। এদিকে, ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
পটুয়াখালী সদর থানার ওসি মো.ইমতিয়াজ আহমেদ জানান, উদ্ধার করা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এমবি/টিআই