ফের প্রেম ভাঙল সালমানের?

Aug 26, 2025 - 11:20
 0  2
ফের প্রেম ভাঙল সালমানের?

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু পরিণতি পায়নি একটিও। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ঠিক হয়ে কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। 

তার পর সোমি আলী, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন সালমান।

প্রেমের গুঞ্জন শোনা গেছে প্রচুর, তবে ‘বিবাহিত’ তকমা এখনো লাগেনি। যদিও ক্যাটরিনার বিয়ে হয়ে যাওয়ার পর ইউলিয়া ভন্তুরের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি সম্পর্কে রয়েছেন বলেই জল্পনা। 

কিন্তু এবার সালমান ঘোষণা করলেন, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি! তবে কি ইউলিয়ার সঙ্গেও প্রেমটা টিকল না সালমানের?

রুমানিয়ার গায়িকা-অভিনেত্রী ইউলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে জনপ্রিয়। ভারতে গুরু রাণধাওয়ার সঙ্গে তার মিউজিক ভিডিও ‘ম্যাঁয় চালা’ও তাকে নিয়ে এসেছে খ্যাতির আলোয়।

সেই ভিডিওতে কাজ করেছেন সালমানও। এই ভিডিও ঘিরেই সালমান-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে। বিভিন্ন সময়ে নানা জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। যার ফলে গুঞ্জন হয়েছে আরও জোরালো।

যদিও বারবারই সে কথা অস্বীকার করে এসেছেন দুজনেই। ইউলিয়া বিভিন্ন সময় জানিয়েছেন, সালমানের ছায়া থেকে এবার বেরিয়ে আসতে চান তিনি। যদিও ধীরে ধীরে উল্টোটাই হচ্ছে। তারা যেন একে অপরের ভরসার জায়গা হয়ে উঠছেন।

সালমানের ‘সিকান্দার’ ছবিতে ‘লাগ যা গালে’ গানটি গেয়েছেন ইউলিয়া।

এই সুযোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সালমানকে। কারণ, সালমান সে সময় ভরসা রেখেছিলেন তার ওপর, যখন অন্য কেউ বিশ্বাস করেননি তাকে। 

২০১৬ সাল থেকে ইউলিয়ার সঙ্গে রয়েছেন সালমান, এমনটাই খবর। এর মাঝে অবশ্য একাধিকবার মৃত্যু হুমকি পেয়েছেন। বাড়িতে গুলিও চালিয়েছেন দুষ্কৃতীরা। সেই কারণেই কি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সাবধানী অভিনেতা। 

সম্প্রতি ‘বিগ বস্ ১৯’-এর মঞ্চে হাজির এক প্রতিযোগী সালমানকে জিজ্ঞেস করেন, সত্যিকারের ভালোবাসা কি অসম্পূর্ণ রয়ে যায়? এর উত্তরে অভিনেতা বলেন, ‘আমি তো এখনও পর্যন্ত কাউকে সত্যি ভালোবাসিনি।’ অভিনেতার এমন কথা শুনে অনুরাগীরা উৎকণ্ঠায়।

এমবি/এসআর