ডাকসুতে শিবিরের ফেস্টুন মাটির সাথে মিশিয়ে দেওয়া ৩ শিক্ষার্থীর ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার প্রথম দিনেই শিবির সমর্থিত প্যানেলের ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার প্রথম দিনেই শিবির সমর্থিত প্যানেলের ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চারুকলা অনুষদ এলাকায় এই ঘটনা ঘটেছে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তিনজন ব্যক্তি শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ফেলে দিয়ে তা পা দিয়ে লাথি মারছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা যায়, আজ সকাল থেকে শুরু হয় নির্বাচনী প্রচার। এরই অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে চারুকলা ইনস্টিটিউটে অস্থায়ীভাবে একটি ব্যানার স্থাপন করা হয়। তবে স্থাপনের কিছুক্ষণ পরই দুইজন অজ্ঞাত যুবক এসে সেটি ফেলে দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। কারা এ কাজ করেছে, শনাক্তের চেষ্টা করছি। যারাই করেছে, তারা অবশ্যই অন্যায় করেছে। আমি বলব, তারা যেন ব্যানারটি আবার ঠিক করে দেয়।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো প্রার্থী এই ঘটনায় আইনি সহায়তা চায়, তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। নির্বাচন কমিশন আমাদের ব্যবস্থা নিতে বললে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
এমবি এইচআর