সিনেমার যেই ৫ গানের ভিউ বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি
বাংলাদেশি সিনেমার এমন কয়েকটি গান আছে, যেগুলোর ভিউ দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। চলুন একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশি সিনেমার কোন পাঁচটি গান দেশের জনসংখ্যার চেয়েও বেশি। তালিকা তৈরির সময় ২ আগস্ট বেলা ২টা পর্যন্ত ভিউ বিবেচনায় নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
১. ‘দুষ্টু কোকিল’ (৫০৬ মিলিয়ন)
ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মুক্তির এক বছরে দুই চ্যানেল মিলিয়ে ইউটিউবে গানটির দর্শক ভিউ ৫০০ মিলিয়ন পার হয়েছে। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৩৫৪ মিলিয়নের বেশি আর এসভিএফ ইউটিউব চ্যানেলে ১৫২ মিলিয়নের বেশি। অফিশিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০৬ মিলিয়নের বেশি।
ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। অফিশিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০৬ মিলিয়নের বেশি। এত কম সময়ে ইউটিউবে দেশি বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড।
এত কম সময়ে ইউটিউবে দেশি বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফীর ‘তুফান’। সে বছরের ২০ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ ছবির গান ‘দুষ্টু কোকিল’। গানটির চিত্রায়ণে দেখা যায়, একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী, তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান।
২. ‘লাগে উড়াধুরা’ (৪০৪ মিলিয়ন)
‘তুফান’ ছবির মুক্তি পাওয়া প্রথম গান ‘লাগে উড়াধুরা’। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর গানটি নিয়ে মেতে ওঠে। মূলত হিন্দি বা দক্ষিণি সিনেমা, সিরিজের রিভিউ করেন, এমন অনেক ইউটিউবারও গানটির প্রশংসা করেন। গানটি নিয়ে জাদুয়াজ চ্যানেলের অভিমত ছিল, ‘গানটি পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে। বাণিজ্যিক সিনেমার গান হিসেবে এটা অসাধারণ।

‘তুফান’ ছবির মুক্তি পাওয়া প্রথম গান ‘লাগে উড়াধুরা’। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর গানটি নিয়ে মেতে ওঠে। মূলত হিন্দি বা দক্ষিণি সিনেমা, সিরিজের রিভিউ করেন, এমন অনেক ইউটিউবারও গানটির প্রশংসা করেন।
‘লাগে উরাধুরা’র কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ থেকে নেওয়া। ওই অংশটুকুর কথা শরীফুদ্দিনের লেখা। আর গানের বাকি অংশের কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এখন পর্যন্ত চরকি ৩০৫ মিলিয়ন ও এসভিএফের ইউটিউব চ্যানেলে ৯৮ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। দুই চ্যানেল মিলিয়ে গানটির ভিউ ৪০৪ মিলিয়নের বেশি।
৩. ‘খাইরুন লো’ (২৩০ মিলিয়ন)
২০০৪ সালে মুক্তি পায় ‘খাইরুন সুন্দরী’ ছবিটি। এ কে সোহেল পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন মৌসুমী ও ফেরদৌস। এটি ২০০৪ সালের অন্যতম ব্যবসাসফল ছবি। ছবির গান ‘খাইরুন লো’ তখন মানুষের মুখে মুখে ফিরত। ছবি মুক্তির প্রায় দেশ দশক পর ২০২০ সালের মার্চে সিডি প্লাস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ‘খাইরুন লো’।
২০০৪ সালে মুক্তি পায় ‘খাইরুন সুন্দরী’ ছবিটি। এটি ২০০৪ সালের অন্যতম ব্যবসাসফল ছবি। ছবির গান ‘খাইরুন লো’ তখন মানুষের মুখে মুখে ফিরত। গানটির ভিউ ২৩০ মিলিয়ন ছাড়িয়েছে।

গানটি আবার মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নেয় নতুন করে। গানটির ভিউ ২৩০ মিলিয়ন ছাড়িয়েছে। পর্দায় গানটিতে মৌসুমীর সঙ্গে আরও অনেকে অংশ নিয়েছেন। গানটির কথা লিখেছেন ওয়াদুদ রঙিলা। ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন মমতাজ ও পলাশ।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘হৃদয়ের বন্ধন’ ছবির গান ‘বধূবেশে কন্যা যখন এলো রে’। মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি অনুপম মুভি সং ইউটিউবে প্রকাশ করা হয়েছে মাত্র ৭ বছর। মুক্তির পর ছবিটি আলোচনায় এসেছিল। ছবির গানটিও মানুষ পছন্দ করে।
৪. ‘বধূবেশে কন্যা যখন এলো রে’ (২১৪ মিলিয়ন)
২০০১ সালে মুক্তি পাওয়া ‘হৃদয়ের বন্ধন’ ছবির গান ‘বধূবেশে কন্যা যখন এলো রে’। মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি অনুপম মুভি সং ইউটিউবে প্রকাশ করা হয়েছে মাত্র ৭ বছর। রিয়াজ শাবনূর, অমিন ও কেয়া এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এফ আই মানিক পরিচালিত ছবিটি বলিউডের ‘ধড়কান’ ছবির অনুকরণে তৈরি হয়েছে। মুক্তির পর ছবিটি আলোচনায় এসেছিল। ছবির গানটিও মানুষ পছন্দ করে। ‘বধূবেশে কন্যা যখন এলো রে’ গানের সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং গীতিকার কবির বকুল।

‘ও প্রিয়তমা’ গানটি মুক্তির প্রথম তিন মাসে ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ পার করে। এটিই প্রথম কোনো বাংলা সিনেমার গান যা গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ জায়গা করে নেয় এবং টানা দেড় মাস ছিল।
৫. ‘ও প্রিয়তমা’ (২০২ মিলিয়ন)
দুই বছর আগে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা যেমন পায়, তেমনি ছবির গান ‘ও প্রিয়তমা’ গড়ে অনন্য রেকর্ড। ‘ও প্রিয়তমা’ গানটি মুক্তির প্রথম তিন মাসে ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ পার করে। এটিই প্রথম কোনো বাংলা সিনেমার গান যা গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ জায়গা করে নেয় এবং টানা দেড় মাস ছিল। ‘ও প্রিয়তমা’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর সংগীত করেছেন আকাশ সেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।

এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফেরেন বালাম। গানটিতে শাকিব খানের সঙ্গে পর্দায় ছিলেন কলকাতার ইধিকা পাল। টাইগার মিডিয়া, দ্য অভি কথাচিত্র, ভার্সেটাইল মিডিয়া এবং বায়োস্কোপের অফিশিয়াল ইউটিউবে ‘ও প্রিয়তমা’ গানের ভিউ ২০২ মিলিয়ন ছাড়িয়েছে।
এমবি এইচআর