গানের অ্যালবামে শিশুর নগ্ন ছবি, বড় হয়ে মামলা

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার রক ব্যান্ড নিরভানার কিংবদন্তি অ্যালবাম নেভারমাইন্ড–এর কাভারে যিনি নগ্ন শিশু অবস্থায় ছিলেন, সেই স্পেন্সার এলডেন বড় হয়ে এ বিষয়ে মামলা করেন। তবে তার করা মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
১৯৯১ সালে প্রকাশিত এই অ্যালবামের কাভারে চার মাসের এলডেনকে দেখা যায় পানির নিচে নগ্ন অবস্থায় সাঁতার কাটতে, সামনে একটি ডলারের নোট টোপ হিসেবে ঝুলছে। বহু বছর পর তিনি অভিযোগ তোলেন—ছবিটি তার শৈশবের যৌন শোষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তা বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে ছড়ানো হয়েছে।
তবে মার্কিন জেলা আদালতের বিচারক ফারনান্দো ওলগুইন রায়ে বলেন, ছবিটিতে “যৌনভাবে স্পষ্ট কোনো আচরণ” দেখা যায় না। তার ভাষায়, “ছবির ভঙ্গি, পরিবেশ ও প্রেক্ষাপট কোনোভাবেই শিশু পর্নোগ্রাফির সংজ্ঞার মধ্যে পড়ে না।”
বিচারক আরও উল্লেখ করেন, শিশুর নগ্নতা একা কোনো ছবিকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না— এর সঙ্গে যৌন প্ররোচনামূলক উপাদান থাকতে হয়। তিনি উদাহরণ টেনে বলেন, “এটি অনেকটা পরিবারের শিশুর গোসলের ছবির মতো, যা স্পষ্টতই অশালীন নয়।”
রায়ে আরও বলা হয়, ছবি তোলার সময় শিশুর বাবা-মা উপস্থিত ছিলেন, ফটোগ্রাফার ছিলেন পরিবারের বন্ধু, এবং পরবর্তী সময়ে এলডেন নিজেও ওই কাভারকে গ্রহণ করেছেন ও এ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।
নিরভানার আইনজীবীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, “এই ভিত্তিহীন মামলা খারিজ হওয়ায় আমাদের সৃজনশীল ক্লায়েন্টরা অবশেষে মিথ্যা অভিযোগের কলঙ্ক থেকে মুক্তি পেলেন।”
তবে এলডেনের পক্ষের আইনজীবী জেমস আর মার্শ বলেছেন, তারা রায়ের সঙ্গে “সম্মানজনকভাবে দ্বিমত” পোষণ করছেন এবং আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, “যতদিন বিনোদন শিল্প শিশুর গোপনীয়তা, সম্মতি ও মর্যাদার চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দেবে, আমরা সচেতনতা ও জবাবদিহিতার লড়াই চালিয়ে যাব।”
উল্লেখ্য, রোলিং স্টোন ম্যাগাজিনের ২০২৩ সালের তালিকায় নেভারমাইন্ড স্থান পেয়েছিল সর্বকালের সেরা অ্যালবামের মধ্যে ষষ্ঠ স্থানে।
প্রসঙ্গত, স্পেন্সার এলডেন ২০২১ সালে প্রথম এই মামলা করেন। ২০২২ সালে তা সময়সীমা অতিক্রমের কারণে বাতিল হয়, পরে পুনরায় দায়েরের অনুমতি মেলে। তবে সর্বশেষ রায়ে বিচারক স্পষ্টভাবে বলেন— “নগ্নতা ছাড়া ছবিতে এমন কোনো উপাদান নেই যা শিশুর প্রতি যৌন আচরণ নির্দেশ করে।”
এমবি/এসআর