জাতীয় প্রেস ক্লাবে শহীদ ফলক স্থাপনের দাবি জেআরজেএ’র
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণ করে জাতীয় প্রেস ক্লাবে শহীদ সাংবাদিক ফলক স্থাপনের দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের (জেআরজেএ) সদস্য সচিব ইসরাফিল ফরাজী।

নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণ করে জাতীয় প্রেস ক্লাবে শহীদ সাংবাদিক ফলক স্থাপনের দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের (জেআরজেএ) সদস্য সচিব ইসরাফিল ফরাজী।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। এ সময় জেআরজেএর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অন্তু মুজাহিদ।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস ভবনের সেমিনার কক্ষে ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জুলাই রেভ্যুলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ আলেম সমাজ, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, রেড জুলাই, পুনাব, পুসাব, জুলাই ফোর্সসহ ৩২টির মতো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমবি/টিআই