জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

Jul 21, 2025 - 17:20
 0  2
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টেলিফোনে জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি । বিষয়টি নিশ্চিত করে, রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

তিনি জানান, রাষ্ট্রপতি সকালে টেলিফোনে জামায়াতের আমিরের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। জামায়াতের আমির রাষ্ট্রপতিকে জানান, পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি সুস্থ আছেন। এ সময় রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির।

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

এমবি/এসআর