রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
মাইলস্টোন কলেজের স্কুল শাখা ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, ছাত্র নিহত হওয়ার সম্ভবনা।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
মাইলস্টোন কলেজের স্কুল শাখা ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, ছাত্র নিহত হওয়ার সম্ভবনা।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ - ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এমবি/এসআর