চাঁদপুরে মাদরাসা থেকে পালাতে গিয়ে আটকে গেল শিক্ষার্থী, উদ্ধারে দমকল বাহিনী

একটি ৫ তলা ভবনে থাকা মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে এক শিশু। খবর পেয়ে দমকল বাহিনী রশির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে।

Oct 5, 2025 - 16:25
 0  3
চাঁদপুরে মাদরাসা থেকে পালাতে গিয়ে আটকে গেল শিক্ষার্থী, উদ্ধারে দমকল বাহিনী
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: একটি ৫ তলা ভবনে থাকা মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে এক শিশু। খবর পেয়ে দমকল বাহিনী রশির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জের টোরাগড়ে ঘটনাটি ঘটে। পরে মো. রায়হান (১০) বছর বয়সি ওই শিশুটিকে তার মায়ের জিম্মায দেওয়া হয়।

জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি ৫ তলার ভবনে (৩য়, ৪র্থ ও ৫ম তলা) আল ইহসান মাদরাসা অবস্থিত। মাদরাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদরাসা চতুর্থ তলার এসির আউটডোর দাঁড়িয়ে থাকতে দেখে লোকজন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়।

শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ রায়হান।

এর আগেও সে যে মাদরাসায় পড়ালেখা করেছে, সে মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪ তলায় এসির আউটডোর দাঁড়িয়ে থাকে।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুদিন পূর্বে মাদরাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তারকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদরাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি এ ধরনের (আবাসিক) মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।

এমবি এইচআর