বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রকাশ্যে ইসলামী ছাত্রীসংস্থা

Aug 21, 2025 - 17:26
 0  2
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রকাশ্যে ইসলামী ছাত্রীসংস্থা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রকাশ্যে আসে। 

যদিও ক্যাম্পাসে গত বছরের ১১ আগস্ট থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম চালায়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে। মেডিকেল ক্যাম্পে তিনটি পৃথক কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়- হেলথ চেকআপ কর্নার, গাইনি বা প্রজনন স্বাস্থ্য কর্নার এবং মানসিক স্বাস্থ্য কর্নার।

ববি শাখার ছাত্রীসংস্থার নেত্রী মুক্তা ইশরাত জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আবেদনপত্র দিয়েছি। লিখিত অনুমতি না দিলেও তিনি মৌখিকভাবে আমাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছেন।” 

তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উপকারে আসবে এমন নানা কার্যক্রম চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ববিতে ইসলামী ছাত্রীসংস্থার বর্তমানে ৪র্থ কমিটি কার্যক্রম চালাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো কমিটিই প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। 

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কবির হাসান বলেন, “আমাদের ক্যাম্পাসে যে কেউ সামাজিক কর্মসূচি পালন করতে পারবে। তবে রাজনৈতিক ব্যানারে যেন না হয় সে দিকে আমরা নজর রাখছি। তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে।”

এমবি/এসআর