জাকসুর ভোট বর্জন আরও ৪ প্যানেলের, পুনর্নির্বাচনের দাবি

Sep 11, 2025 - 21:14
 0  2
জাকসুর ভোট বর্জন আরও ৪ প্যানেলের, পুনর্নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক: জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন চারটি প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলো হলো সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ, ছাত্র ফ্রন্ট একাংশের প্যানেল। এই দাবিতে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও একাত্মতা জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, ‘আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি করছি।’

তিনি বলেন, ‘পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন করে নির্বাচনের তফসিলও ঘোষণা করতে হবে।

এমবি/এসআর