নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জরায়ু মুখের ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধীনস্থ এনএসইউ মডেল ফার্মেসি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতাবিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধীনস্থ এনএসইউ মডেল ফার্মেসি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতাবিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালের কণ্ঠ।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং বিভাগের ম্যানেজার মোহাম্মদ মিনহাজ হোসেন।
সেমিনারটিতে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে প্রারম্ভিক ভ্যাকসিন গ্রহণ, স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং বিভাগের ম্যানেজার মোহাম্মদ মিনহাজ হোসেন বলেন, ‘নারী-পুরুষ উভয়েই এই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারেন। তাই ভ্যাকসিন গবেষণা ও অগ্রগতির বিষয়ে উৎসুক শিক্ষার্থীদের অবহিত করা হয়।
সেমিনারের সমাপনীতে বক্তারা স্বাস্থ্যসেবা প্রদানকারী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টিকা গ্রহণ ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ কর্মসূচির ব্যাপক বিস্তারের আহ্বান জানান।
এমবি এইচআর