পুরুষেরা শিকারি, অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে—কঙ্গনা রানাওয়াত

Aug 18, 2025 - 13:16
 0  2
পুরুষেরা শিকারি, অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে—কঙ্গনা রানাওয়াত

নিজস্ব প্রতিবেদক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত লিভ টুগেদার নিয়ে আবারও সোচ্চার হয়েছেন। তিনি বরাবরই এর বিপক্ষে ছিলেন। সম্প্রতি এক ধর্মগুরুর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে যোগ দিয়ে, তিনি লিভ-ইন সম্পর্ককে নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে দাবি করেছেন। তাঁর মতে, পুরুষেরা ‘শিকারি’ প্রকৃতির এবং তারা নারীদের অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে, তাই বিয়ের মতো সম্পর্কই নারীদের জন্য একমাত্র সুরক্ষা। 

সম্প্রতি স্বঘোষিত ধর্মগুরু অনিরুদ্ধাচার্য এক বিতর্কিত মন্তব্যে বলেন, ‘এখনকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসেবে খুঁজে বের করেন। কিন্তু এ নারীরা ততদিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।’ তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন অভিনেত্রী দিশা পাটনির বোন খুশবু পাটনি। 

এই বিতর্কে যোগ দিয়ে কঙ্গনা রানাওয়াত খুশবু পাটনিকে ‘বড় বোনের’ মতো পরামর্শ দিয়ে বলেন, “লিভ টুগেদার নারীদের জন্য মোটেই ভালো নয়।”

তিনি লিভ টুগেদারে থাকা নারীদের উদ্দেশে প্রশ্ন তোলেন, “গর্ভপাত করাতে আপনাকে কে সাহায্য করবে? লিভ টুগেদারের সময়ে যদি আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তা হলে আপনার দেখাশোনাই বা কে করবেন?”

এরপরই তিনি পুরুষদের সম্পর্কে তাঁর কড়া মন্তব্যটি করেন। তিনি বলেন, “পুরুষেরা শিকারি। ওরা নারীদের অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে। আমরা, নারীরা এখন যতই শক্তিশালী বা প্রগতিশীল হই না কেন, বিজ্ঞানসম্মত ভাবেই বলছি, পুরুষেরা আলাদা হয়ে যেতে পারে। নারীরা পারে না।”

কঙ্গনা মনে করেন, আদালত লিভ টুগেদারকে স্বীকৃতি দিলেও, নারীদের সুরক্ষার জন্য বিয়েই একমাত্র গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে এক বড় বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেকেই তাঁর চিন্তাভাবনাকে ‘পশ্চাদমুখী’ বলে সমালোচনা করছেন, আবার অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থনও জানাচ্ছেন।

এমবি/এসআর