নাটোরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বয়কট করল জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে নাটোর জেলা বিএনপি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাটোর সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের অনুষ্ঠান বর্জন করেছে। আজ শনিবার সকালে তাঁরা এই অনুষ্ঠান বয়কট করেন। বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা শহরের কানাইখালি এলাকায় উপস্থিত হয়ে এই স্টেডিয়াম সরাসরি এবং ভার্চুয়ালি অন্য ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তাঁরা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব তাঁদের বাধা দেন।
ঘটনার পর বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান বলেন, “আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়েছিলাম। কিন্তু ডিবির ওসি যে খারাপ আচরণ করেছেন, তা সহ্য করার মতো নয়। আমরা চরম অপমানিত হয়েছি। এর প্রতিবাদে আমরা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা বর্জন করেছি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ হাসিব বলেন, “ডিবি পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল এবং যথেষ্ট পেশাদারিত্বের সাথে কাজ করেছে। আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা বাস্তবায়ন করেছি। কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, “জেলা পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। তবে এমন কোনো ঘটনা আমি শুনিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোর শহরের কানাইখালি এলাকায় নবনির্মিত সদর উপজেলা স্টেডিয়ামে স্বশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন ঘোষণা করেন। একই সময়ে তিনি দেশের মোট ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন, যার মধ্যে অন্য জেলা ও উপজেলার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।
এমবি/এসআর