সিইসির সঙ্গে দেখা করলেন এনসিপির প্রতিনিধিদল

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। সংসদ নির্বাচনে প্রতীক শাপলা নিয়ে তাদের এ সাক্ষাৎ বলে জানা গেছে।

Jul 13, 2025 - 12:52
Jul 24, 2025 - 13:13
 0  3
সিইসির সঙ্গে দেখা করলেন এনসিপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। সংসদ নির্বাচনে প্রতীক শাপলা নিয়ে তাদের এ সাক্ষাৎ বলে জানা গেছে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে যায় এনসিপির পাঁচ সদস্যের দল।

ইসি সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রতিনিধিদলের সদস্যরা।

এর আগে গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে। এই তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে, এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া, দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। তবে, শাপলা প্রতীক নিয়ে দুদলের এই প্রতিযোগিতার মধ্যেই ইসি প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

এমবি/এইচআর