এনসিপিসহ ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ, সংশোধনে ১৫ দিনের সুযোগ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করা ১৪৪টি দলের কোনটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) আছে। এ অবস্থায় সবগুলো দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

Jul 16, 2025 - 10:51
Jul 16, 2025 - 16:26
 0  2
এনসিপিসহ ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ, সংশোধনে ১৫ দিনের সুযোগ

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করা ১৪৪টি দলের কোনটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) আছে। এ অবস্থায় সবগুলো দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি আছে তা পূরণ করতে হবে।’’

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। পরে মেয়াদ ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল নিবন্ধন চেয়ে আবেদন করে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সমকাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিক বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে।

নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধন পাওয়ার শর্তগুলো হলো-

১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।

২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।
৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

আবেদন পাওয়ার পর ইসি তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট ৫১টি।

এমবি/এসআর