বিয়ের আগের দিনের ফিলিংস নিয়ে যা বললেন তানিয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ফের নাটক নিয়েই ব্যস্ততা শুরু তানিয়া বৃষ্টির। সম্প্রতি একটি নাটকে তিনি ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে, কনে রূপে।
সম্প্রতি এই নাটকের শুটিংয়ের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তানিয়া। নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “নাটকে আমার বিয়ে হচ্ছে।
এর আগে বহু নাটকে বিয়ের দৃশ্যে কনের চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী।
এরপর কথা প্রসঙ্গে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। বলেন, ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয় তাহলে তো খুবই সুন্দর।
ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিজের পরিবার ছেড়ে যাচ্ছে, ওই পরিবারে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে বা সামনে কী হতে যাচ্ছে, কীভাবে নিজেকে ওখানে মানিয়ে নিতে পারবে, সে ব্যাপারটা থাকছে।’
এমবি/এসআর