ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান: ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সারাদেশ থেকে ছাত্র-জনতা আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। কর্মসূচি শেষে এসব ট্রেনে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে আজ রবিবার জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। পরে রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার (২ আগস্ট) প্রেস উইং থেকে জানানো হয়, ‘‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।”
নির্ধারিত সূচি অনুযায়ী, দূরবর্তী জেলা যেমন- রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে ও ৫ আগস্ট ভোরে। আর ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে। অনুষ্ঠান শেষেই রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যের দিকে ফিরতি যাত্রা শুরু করবে।
এর আগে সমাবেশ করার জন্য জামায়াতে ইসলামী ট্রেন ভাড়া করেছিল। এর ধারাবাহিকতায় আজ রবিবার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করেও ট্রেন ভাড়া করা হয়।
রেলের কর্মকর্তারা জানান, কারও আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০% বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘রাজনৈতিক দলের আবেদনে তারা ট্রেন ভাড়া দিয়েছেন। এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে। আমরা টাকা পাচ্ছি। ফলে আমরা ট্রেন ভাড়া দিয়েছি।’’
এমবি/এসআর