ভোটে যাওয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপি–জামায়াতকেও করতে হবে: রেজাউল ইসলাম
বিগত তিন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি–জামায়াতসহ ৩১টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক: বিগত তিন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হলে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি–জামায়াতসহ ৩১টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।
আজ বুধবার নির্বাচন কমিশনে দলের আয়–ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিগত ৩ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে বলা হয়, তাহলে বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ ৩১টি দলকেও নিষিদ্ধের আওতায় আনা উচিত।
জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় পার্টি কোনো আইন ভঙ্গ করেনি, কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে দলের নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নেই। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে।
রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, জাতীয় পার্টির গত ১ বছরে আয় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা, ব্যয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকা। আয়ের খাত কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে।
এমবি এইচআর