কৃষক দলের কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান ; ১০ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

Jul 20, 2025 - 17:53
Jul 23, 2025 - 10:57
 0  2
কৃষক দলের কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান ; ১০ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।

রবিবার (২০ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।  

এই কর্মসূচিতে জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক চর্চা হয় না। আজ রবিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় বিএনপির নেতারা বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসেবে এই কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়। এতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এরই জেরে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের ১০ জন শিক্ষার্থীকে আপাতত ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে আগামী শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদেরকে অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, ‘রাজনৈতিক স্লোগান দেওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাস বর্জনসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী শনিবার শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

এমবি/এসআর