ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।
মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন’র।
বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬:৩০ টার দিকে মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটি থেকে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।
বিমানটি বিধ্বস্তের কারণ তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে, মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।
ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় একটি ইএমএস ক্রু পাইলটকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসও দ্রুত সাড়া দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। নৌবাহিনী জানিয়েছে, ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণ দেয়।
বিধ্বস্ত বিমান এফ ৩৫সি, এফ-৩৫ লাইটেনিং ২-এর তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি ছিল। এটি মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার।
এ নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি এফ-৩৫এ বিমান বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলটও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
এমবি/এসআর