আগে মৌলিক সংস্কার তারপর নির্বাচন : নুরুল হক নুর
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না।

নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব দল যেন নির্বিঘ্নে সভা-সমাবেশ ও প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশের এটিই একটি বড় দাবি।
তিনি বলেন, যারা ইসলামী আন্দোলন করেন, তারা জানেন—আল্লাহ ধন-সম্পদ, ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন। গত ১৬ বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের ‘রহমতের জুলাই’ উপহার দিয়েছেন। সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য-দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে।
নুরুল হক বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি—একসময়ের মজলুম শক্তি, যারা অভ্যুত্থানের অংশ ছিল, তারা আজ অহংকারে ভর করে জালিমে পরিণত হচ্ছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাই, তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকেও আল্লাহ পাক ছাড় দেবেন না।
তিনি সমাবেশে উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, ছাত্র জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, সেটিকে টেকসই করতে হলে দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে মৌলিক সংস্কার আনতেই হবে। তা না হলে এই পরিবর্তনের অর্থহীনতা প্রমাণিত হবে।
এমবি/এইচআর