বিএনপির বন্দরে নোঙ্গর গেড়েছেন ড. ইউনূস, ভেঙ্গে গেছে এনসিপি : ড. মনজুর
নেতাদের মধ্যে হতাশার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক: নেতাদের মধ্যে হতাশার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল দেশে-বিদেশে। ঘোষণাপত্রের বড় অংশীজন কয়েকজন ছাত্রনেতা এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন।
তিনি বলেন, ‘এরপর ৫ জনকে এনসিপি শোকজ করেছে। যাদের মধ্যে রয়েছেন দলটির মূল ৪ জন নেতা, যারা দলের অর্ধেক।
তিনি আরো বলেন, ঠিক তার আগের দিন এনসিপির আরেক নেত্রী সামান্তা শারমীন ড. ইউনূসের সমালোচনা করে বলেছেন, ‘তিনি স্বার্থপর, নিজের স্বার্থটাই দেখেছেন।’
ড. মনজুর বলেন, ‘ড. ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন। তিনি আর বেশিদিন থাকবেন না।
তিনি বলেন, ‘ড. ইউনূস সফল একটি অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছেন। এর ফলে এই তরুণরা এত ত্যাগের পর বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছেন। তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।