ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে সহজ জয় পেলেও ভারতের সাথে কঠিন পরীক্ষা দিতে হবে জানাই ছিল। প্রস্তুতি নিয়েও সেই পরীক্ষায় পাস করতে পারলো না মাহবুবুর রহমানের শিষ্যরা, হেরেছে ২-০ গোলে।

Aug 22, 2025 - 18:11
 0  2
ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই হোচট খেল টাইগ্রেসরা। ভারতের সাথে পেরে উঠলো না অর্পিতারা। থামলো অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের জয়যাত্রা।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে সহজ জয় পেলেও ভারতের সাথে কঠিন পরীক্ষা দিতে হবে জানাই ছিল। প্রস্তুতি নিয়েও সেই পরীক্ষায় পাস করতে পারলো না মাহবুবুর রহমানের শিষ্যরা, হেরেছে ২-০ গোলে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের পাঁচ ম্যাচের জয়যাত্রা থেমে গেল এ হারে। শেষবার বাংলাদেশ হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে।

শুক্রবার (২২ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেও আক্রমণে একক আধিপত্য ছিল ভারতের। খুব একটা সুবিধা করতে পারেনি লাল সবুজরা। এর মাঝে মাত্র ১৪ মিনিটে হজম করে বসে গোল।

মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একজন সামনে পাস দেন। সেই পাস ধরে চমৎকার শটে বাংলাদেশের জালে বল পাঠান ভারতের পার্ল ফার্নান্দেস। গোলকিপার ইয়ারজান চেষ্টা করেও পারেননি শটটা রুখতে।

সেবার না পারলেও ১৯তম মিনিটে বক্স থেকে বেরিয়ে এসে ভারতের দারুণ একটি আক্রমণ রুখে দেন গোলরক্ষক ইয়ারজান। আর ২৬তম মিনিটে দ্বিতীয় গোল থেকে দলকে বাঁচান ডিফেন্ডার আরিফা আক্তার‌।

৩৩তম মিনিটে একটি সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে। তবে সৌরভী আকন্দ প্রীতির ফ্রি-কিক শটটি ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতির পর গোল শোধ তো দূরের কথা, উল্টো আরেক গোল হজম করতে হয়। ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে নিখুঁত ভলিতে জাল কাঁপান ভারতের বনিপিলা শুলাই। ২-০ তে এগিয়ে যায় ভারতের মেয়েরা।

এরপর ব্যবধান আরো বাড়াতে বেশ চেষ্টা করে ভারত, অন্যদিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। তবে কেউ আর গোলের দেখা পায়নি। ২-০ তে জিতে ম্যাচ শেষ করে ভারত।

নেপালকে ৭-০ গোলে উড়িয়ে এবারের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু করে ভারত। আজ বাংলাদেশকে হারানোয় তাদের পয়েন্ট এখন ৬। বাংলাদেশের পয়েন্ট ৩। তবে এখনো ৪ ম্যাচ বাকি আছে দুই দলেরই।

এমবি এইচআর