হামজার চৌধুরীর গোলে এগিয়ে গেল বাংলাদেশ
এএফসি বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ এএফসি বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা বাংলাদেশ একাধিক সুযোগ তৈরি করে। অবশেষে হামজার নিখুঁত ফ্রি-কিক প্রতিপক্ষের জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেয়। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয় স্টেডিয়াম, আর বাংলাদেশ আত্মবিশ্বাসীভাবে এগিয়ে যায় বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে।
মাঠে নেমে নিজের সমালোচকদের দারুণ জবাব দিলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডারের দুর্দান্ত গোলে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড রসিকতা করে বলেছিলেন, হামজা যদি তার দলের খেলোয়াড় হতেন, তবে ‘সম্ভবত বেঞ্চেই রাখতেন’। কিন্তু সেই মন্তব্যকে মাঠে ভুল প্রমাণ করেছেন হামজা। বাঁ প্রান্ত থেকে নেওয়া ফ্রি-কিকে তার বুলেট গতির শট প্রতিপক্ষের জালে জড়িয়ে দেয় দলকে লিড। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জালে প্রবেশ করে। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল।
আজকের ম্যাচে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা সাহসী সিদ্ধান্ত নিয়ে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও গুরুত্বপূর্ণ মিডফিল্ডার শমিত সোমকে একাদশে রাখেননি। তবু শুরুটা দারুণ করেছে লাল-সবুজের দল।
উল্লেখ্য, হংকং চায়নার বিপক্ষে পূর্বের চার ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। আজকের এই লিড সেই ইতিহাস বদলের আশার আলো দেখাচ্ছে।
এমবি এইচআর