আর্লিং হলান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল
আর্লিং হলান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলকে উড়িয়ে দিয়েছে নরওয়ে। শনিবার রাতে ঘরের মাঠে ৫-০ গোলের বড় জয়ে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।

মেঘনাবার্তা প্রতিনিধি: আর্লিং হলান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলকে উড়িয়ে দিয়েছে নরওয়ে। শনিবার রাতে ঘরের মাঠে ৫-০ গোলের বড় জয়ে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।
গ্রুপ ‘আই’-এর সবকটি ম্যাচেই এখন পর্যন্ত জয় তুলে নিয়েছে নরওয়ে। ছয় ম্যাচে তাদের গোল ব্যবধান এখন প্লাস ২৬। বাকি রয়েছে দুটি ম্যাচ—এস্তোনিয়া ও ইতালির বিপক্ষে। যদিও ইতালি দুই ম্যাচ কম খেলেছে, তবু নরওয়ে তাদের থেকে নয় পয়েন্টে এগিয়ে থেকে আগামী বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
ম্যাচের শুরুতে দুবার পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন হলান্ড। তবে পরে নিজেকে ফিরে পান গোলমেশিন খ্যাত এই স্ট্রাইকার। প্রথমার্ধে একবার এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক, আর সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা দাঁড়ায় ৪৬ ম্যাচে ৫১—একটি অসাধারণ কীর্তি!
ইসরায়েল নিজেরাই বিপদ ডেকে আনে প্রথমার্ধে দুটি আত্মঘাতী গোল করে। আনান খালাইলি ও ইদান নাখমিয়াসের সেই দুই ভুলে নরওয়ে আরও বড় ব্যবধান নিশ্চিত করে ফেলে।
এই জয়ের ফলে নরওয়ে এক পা রেখে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূল আসরে, আর হলান্ড প্রমাণ করেছেন কেন তিনি আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন।
এমবি এইচআর