শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না; সারজিস আলম

জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা চেয়েছিল। তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না।

Jul 10, 2025 - 15:20
 0  2
শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না;  সারজিস আলম

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা চেয়েছিল। তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না। এমন সিদ্ধান্তে চটেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুধু তাই নয়, বলেছেন - শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

বুধবার (০৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে একথা লিখেছেন তিনি।

শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

প্রসঙ্গত, ধানের শীষ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতীক।

ফেসবুক পোস্টে সারজিস আরও লিখেছেন, আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। তিনি বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!

এর আগে রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ‘শাপলা’কে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

 

এমবি/এসআর