বিশ্বজুড়ে ‘সুপারম্যান’–ঝড়, তিন দিনে কত আয় করল ছবিটি
সুপারহিরো সিনেমা একটা সময় দাপিয়ে বেড়িয়েছে হলিউড বক্স অফিস। পশ্চিমে গ্রীষ্মে বড় তারকাদের নিয়ে মুক্তি পাওয়া সুপারহিরো সিনেমাগুলো যেন ছিল বক্স অফিস থেকে বিনিয়োগ ফিরে পাওয়ার প্রায় নিশ্চিত এক উপায়। কিন্তু গত কয়েক বছর ধরে যখন সুপারহিরো-জাদু ক্রমেই ফিকে হয়ে আসছে তখনই চমকে দিল ‘সুপারম্যান’।

নিজস্ব প্রতিনিধি: সুপারহিরো সিনেমা একটা সময় দাপিয়ে বেড়িয়েছে হলিউড বক্স অফিস। পশ্চিমে গ্রীষ্মে বড় তারকাদের নিয়ে মুক্তি পাওয়া সুপারহিরো সিনেমাগুলো যেন ছিল বক্স অফিস থেকে বিনিয়োগ ফিরে পাওয়ার প্রায় নিশ্চিত এক উপায়। কিন্তু গত কয়েক বছর ধরে যখন সুপারহিরো-জাদু ক্রমেই ফিকে হয়ে আসছে তখনই চমকে দিল ‘সুপারম্যান’। গত শুক্রবার মুক্তি পেয়েছে জেমস গানের সিনেমাটি। প্রথম দিনের আয় বলছে, সুপারহিরোর হারানো দিন ফেরানোর সব রকম সম্ভাবনাই আছে সিনেমাটির মধ্যে।‘সুপারম্যান’ এখন উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে রয়েছে। প্রথম তিন দিনে আয় করেছে ১২২ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির আয় এখন ২১৭ মিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওর ছবিটি পরিচালনা করেছেন জেমস গান। ছবিতে সুপারম্যান হয়েছেন প্রায় আনকোরা ডেভিড কোরেনসোয়েট।
তাঁর প্রেমিকা লোইস লেনের চরিত্রে আছেন দ্য মার্ভেলাস মিসেস ম্যাইসেল তারকা র্যাচেল ব্রসনাহান।ফ্র্যাঞ্চাইজ এন্টারটেইনমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড এ গ্রস এএফপিকে বলেন, ‘সুপারম্যান’ দারুণ শুরু করেছে। জেমস গান বড় তারকার ওপর নির্ভর না করে গল্প ও নির্মাণকে গুরুত্ব দিয়েছেন—এটিই ছবির সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি।‘সুপারম্যান’-এর দাপটে বক্স অফিসের দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। ইউনিভার্সাল প্রযোজিত এ ছবিতে আছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি ও মাহেরশালা আলী।
এদিকে সিনেমার এমন দারুণ শুরুতে আপ্লুত জেমস গান। গত রোববার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।‘কয়েক দিন ধরে আপনাদের যে উচ্ছ্বাস ও ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এত বছর “সুপারম্যান” মানেই ছিল “সুপার”। এবার আমি তাঁকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসেছি। এমন একজন, যিনি সবার বিপদে পাশে থাকেন’, লিখেছেন গান। তাঁর এই দর্শনের সঙ্গে বিশ্বব্যাপী দর্শকেরা যে একাত্মবোধ করেছেন, সে জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। রটোন টমাটোজে ছবিটির ৮৩ শতাংশ রিভিউ ইতিবাচক, মেটাক্রিটিকে স্কোর ৬৮। ‘অতিমানবীয় “সুপারহিরো” সিনেমা দেখতে দেখতে ক্লান্ত দর্শকের জন্য এ জন্য এক সতেজ হাওয়া। নির্মাতা বুঝতে পেরেছেন—কমিক বই–নির্ভর সিনেমা নিয়ে দর্শকেরা কেন বিরক্ত। তাই তিনি সুপারহিরো ধারণাটিকে নিজের মতো করে বানিয়েছেন। এ যেন এই ঘরানার নতুন শুরু।’ সিনেমাটি নিয়ে লিখেছে ভ্যারাইটি।
এমবি/টিআই