চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে খালেকুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Jul 17, 2025 - 15:42
Jul 17, 2025 - 15:56
 0  3
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে খালেকুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় নিজ বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত খালেকুর জামান পৌর এলাকার মিস্ত্রীপাড়াযর মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে। 

খালেকুর রহমানের ছেলে হাসানুর জামান পাভেল জানান, গত দুইদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তার পিতা এবং বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
 
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ জানান, নিজ বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কেউ মারা যায়নি। তবে ঘটনাটির আমরা খোঁজ নিচ্ছি।

এমবি/এইচআর